শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল এলাকা থেকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে আদনান আহমেদ নুর (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)খ ধারায় মামলা নং–০২, তারিখ: ০৩/১১/২০২৫ কাশিমপুর থানায় রুজু করা হয়। মামলার পর ১০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার ও ভুক্তভোগী রিয়া আক্তার রুমার বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত আদনানের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ার পর বিয়ের আশ্বাস দেখিয়ে আদনান তাকে বহুবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন। একপর্যায়ে তরুণী গর্ভবতী হন।

গর্ভের বয়স দুই মাস অতিক্রম করলে আসামি বিভিন্ন প্রলোভন ও কৌশলে তাকে ওষুধ খাইয়ে জোরপূর্বক গর্ভপাত ঘটান। গর্ভপাতের পর তরুণী বিয়ের কথা তুললে আসামি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং উল্টো তার ওপর পাশবিক নির্যাতন চালান।

আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ‌ অভিযোগের সত্যতা পরীক্ষা করে তদন্ত কর্মকর্তা এসআই ফারুক মামলাটি রুজু করে দ্রুত অভিযান পরিচালনা করেন। গ্রেফতারের পর আদনান আহমেদ নুরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী তরুণী জানান, মামলার পর থেকেই আসামি পক্ষের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাকে হুমকি-দমকি দিচ্ছেন। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আত্মরক্ষার্থে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

পুলিশ জানায়, মামলাটি অত্যন্ত গুরুতর। সব তথ্য-উপাত্ত সংগ্রহ করে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ