শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

গাজীরচটে বড় সাঁড়াশি অভিযান: বিদেশি পিস্তল-হিজিবিজি মাদকসহ চার জন গ্রেফতার

আশুলিয়া প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

আশুলিয়া প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে আশুলিয়ার গাজীরচট এলাকায় অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের গোষ্ঠী তাদের সহযোগীদের নিয়ে ত্রাস সৃষ্টির মাধ্যমে এলাকায় অবাধ বিচরণ করছিল। অদ্য ৩০ অক্টোবর ২০২৫ রাতের দিকে এলাকায় আকস্মিকভাবে একাধিক রাউন্ড গুলির শব্দ শোনা গেলে পুরো এলাকা ভিড়—উদ্বিগ্ন হয়ে যায়। ঘটনাটি জামগড়া আর্মি ক্যাম্পে জানানো হলে ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল ঘটনাস্থল থেকে মোট চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল (এমোনেশনসহ), বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ও বৃহৎ পরিসরের অস্ত্রশস্ত্র এবং অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধারকৃত আসামি ও সামগ্রী পরবর্তীতে আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিবর্গ:ক. মেহেদী হাসান মিঠুন (২৪), গাজীরচট, আশুলিয়া।খ. মোঃ মোজাম্মেল ভূঁইয়া (৪৪), গাজীরচট, আশুলিয়া।গ. মোঃ জাহিদুল আলম (২৪), রাণীনগর, চাঁপাইনবাবগঞ্জ।
ঘ. মাসুমা আক্তার রিয়া (২৩), মধ্য গাজীরচট, আশুলিয়া।

উদ্ধারকৃত সরঞ্জাম ও মালামাল১টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল (এমোনেশনসহ)।৮ রাউন্ড পিস্তল গুলি।২টি পিস্তল ম্যাগাজিন।১৭টি শটগানের কার্তুজ।১৬টি পিস্তলের কার্তুজ।৪টি দেশীয় অস্ত্র (চাপাতি, ছুরি)।১টি শটগানের বাটস্টক।১টি হকি স্টিক।৩০৪০ পিস ইয়াবা (বিপুল পরিমাণ)।৭০০ গ্রাম গাঁজা।৪ লিটার বিদেশি মদ।২টি ইলেকট্রিক শকার।অপরাধ সংক্রান্ত রেকর্ডযুক্ত ১৩টি মোবাইল ফোন।৩টি ওয়াকি-টকি।

অভিযানের ফলাফল হিসেবে গাজীরচট এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিনের ভীতিভাব ও নিরাপত্তাহীনতা থেকে মুক্তি পেয়েছে এবং এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আশুলিয়া থানা এই ঘটনার তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে দ্রুত মামলা প্রক্রিয়াকরণ করছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ