শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

অফিস সহায়কের ‘অটল সাম্রাজ্য’! কাঁঠালিয়ায় দুর্নীতির নতুন কিংবদন্তি

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাহতাব উদ্দীন মানিকের সম্পদের পাহাড় নিয়ে চলছে নানা গুঞ্জন। প্রায় দুই যুগ ধরে অফিসে আধিপত্য বিস্তার করে কর্মকর্তা সেজে কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মানিক ২০০৮ সালের ২৭ অক্টোবর কাঁঠালিয়া মাধ্যমিক শিক্ষা অফিসে অফিস সহায়ক পদে যোগ দেন। এরপর ধীরে ধীরে নিজের প্রভাব বিস্তার করে অফিসে ‘অঘোষিত কর্মকর্তা’ বনে যান তিনি। অভিযোগ রয়েছে, বই বিতরণ, খেলাধুলা, প্রশিক্ষণ, নিয়োগসংক্রান্ত কাজ, নাম পরিবর্তন, চিঠি পারপাচ, এমনকি জলবায়ু প্রকল্পের বিভিন্ন কার্যক্রমেও তিনি কমিশন বাণিজ্য চালিয়ে আসছেন।

অফিসের অভ্যন্তরে নিজস্ব চেয়ার-টেবিল দখল করে তিনি কর্মকর্তার মতো বসেন— এমন দৃশ্য প্রতিদিন দেখা যায় বলে জানিয়েছেন কাঠালিয়ার এক শিক্ষক। তিনি বলেন, “মানিকের প্রভাবে কেউ মুখ খুলতে সাহস পায় না। তিনি সব কাজ নিজের মাধ্যমে করিয়ে নেন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহতাব উদ্দীন মানিক নিজের গ্রামের পারের হাট এলাকায় একাধিক বহুতল ভবন নির্মাণ করেছেন। হোগলপাতি গ্রামের এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, “মানিকের নামে ও বেনামে ব্যাংকে বিপুল পরিমাণ টাকা জমা আছে। তার সম্পদের প্রকৃত হিসাব তদন্ত করলে অবাক হবেন সবাই।”

দুর্নীতির এসব অভিযোগের বিষয়ে কাঁঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। জেলা শিক্ষা কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমাদের জনবল কম থাকায় কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী ( পিওন ) দিয়ে কাঠালিয়া শিক্ষা অফিস পরিচালনা করা হচ্ছে এটা দোষের কিছুই না বলে ফোনটি কেটে দেন।

মাহতাব উদ্দীন মানিকের মুঠো ফোন কল করলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, অফিসে শিক্ষা কর্মকর্তা না থাকায় তার সমস্ত কাজ আমি নিজে করে থাকি এবং যিনি ভারপ্রাপ্ত আছেন তিনি শুধুমাত্র কাগজপত্রে সিগনেচার করেন।

স্থানীয় সচেতন মহল বলছেন, দীর্ঘদিনের এই অনিয়ম ও প্রভাববিস্তার তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) দ্রুত মাঠে নামলে বেরিয়ে আসবে অফিস সহায়ক মানিকের গোপন সম্পদের হিসাব।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ