
নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে। কাশিমপুর থানাধীন সারদা গঞ্জ এলাকার কাজী মার্কেট সংলগ্ন একটি প্যাকেজিং ফ্যাক্টরির সামনে এ অভিযান পরিচালিত হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএ-১০০৫১ মেজর ইব্রাহিম (৫৬ বেঙ্গল)-এর নেতৃত্বে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় হাসানুর রহমান রাসেল (৪৪), পিতা—আজিজুর রহমান এবং শাজাহান চৌধুরী (৪০), পিতা—রাকিবুল মাস্টারকে আটক করা হয়।
উদ্ধারকৃত অবৈধ মালামাল জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।