
নিজস্ব প্রতিনিধি
গত ১১ ডিসেম্বর সন্ধ্যায়, বিকেএসপিতে প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ২০২৫ সালে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা প্রদানের উদ্দেশ্যে কৃতি প্রশিক্ষণার্থীদের বাৎসরিক পুরস্কার প্রদান ও সাংস্ক্রতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় পদক প্রাপ্ত কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মান সূচক প্রতীক, সম্মাননা সনদ ও নগদ অর্থ প্রদান করেন। ক্রিকেট বিভাগের নিশিতা আক্তার নিশিকে ২০২৫ সালের সার্বিক বিচারে সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিকেএসপি ব্ল– ও বিকেএসপি ব্লেজার প্রদান করা হয়।
অপরদিকে এ বছরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বা ব্যক্তিগত স্বর্ণ পদক অর্জন করার স্বীকৃতি স্বরূপ ৭২ জনকে বিকেএসপি কালার, ইনসিগনিয়া প্রতীক, অর্থ পুরস্কার, ব্লেজার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। তারা হলেন- এ্যাথলেটিক্সের মোঃ তামিম হোসেন, সিয়াম ইসলাম, মো: হাফিজুর রহমান , মোঃ মাহিদুল হাসান , মোঃ নিয়ামুল শেখ , মোঃ কবির হোসাইন , মোঃ শিপন মিয়া , মোঃ জিসান শেখ , দেলোয়ার হোসেন সাঈদী, মোছাঃ সানজিদা আফরিন পরশ মণি , মোছাঃ মিম আক্তার, মোছা: তাসমিয়া হোসেন ও রবিউল ইসলাম হাসিব। বাস্কেটবলে- এ ফয়সাল হোসেন ও ফাহাদ রহমান। ফুটবলে-স্বপ্না রানী, নবীরন খাতুন, কানম আক্তার, রুপা আক্তার, অয়ন্ত বালা মাহাতো ও ফোরদৌসী আক্তার সোনালী । সাঁতারে- মোছা: জুঁই আক্তার, মো: মনির খান তন্ময়, মাইসা আক্তার মীম, পলি খাতুন, মো: মেহেদী হাসান ও নন্দিনী পাহান। টেবিল টেনিসে- আবুল হাসেম হাসিব, খই খই সাই মার্মা, মুসরাত জাহান সিগমা। জিমন্যাস্টিক্সের – বনফুলী চাকমা ও রাফিল আহমেদ। জুডোতে- মোছাঃ আনিকা আক্তার, মো: আসাদুজ্জামান, আজিজা আলেয়া লিয়ন , মোঃ মনোয়ার হোসেন ও নামঃমোসা: সোনিয়া এবং ভারোত্তোলনে- মো: রাহিম ।
বিকেএসপিতে বিদ্যমান ক্রীড়া বিভাগের খেলোয়াড়দেরও সেরা খেলোয়াড়ের সম্মাননা সনদ প্রদান করা হয়। তারা হলেন আর্চারিতে- আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি ও মোছাম্মৎ কুলসুম আক্তার মনি, অ্যাথলেটিক্সে- মোছা: তাসমিয়া হোসেন ও মো: হাফিজুর রহমান, ব্যাডমিন্টনে- মোঃ রাইসুল ইসলাম রাজ, বাস্কেটবলে- মোঃ রুশেল হোসেন, বক্সিং এ- সানি আহমেদ ব্যাপারি, ক্রিকেটে- নিশিতা আক্তার নিশি ও মোঃ আব্দুল্লাহ, নবিরন খাতুন ও মোঃ মিঠু চৌধুরী, জিমন্যাস্টিক্সে- বনফুলী চাকমা, হকিতে-আইরিন আক্তার রিয়া ও মেহেদী হাসান অভি, জুডোতে- আজিজা আলেয়া লিয়ন ও মো: আসাদুজ্জামান, কাবাডিতে-মোঃ জুলফিকার আকাশ, কারাতে- মোঃ রাহিম, শ্যূটিং এ- রুবাইয়াত তাবাস্সুম ও জিদান হোসেন, সাঁতারে- মোছাঃ জুঁই আক্তার ও মোঃ মনির খান তন্ময়, স্কোয়াশে- মো: সাইমুন ইসলাম, অলিবলে- মোঃ রিদয় প্রামানিক, তায়কোয়ানডোতে-মোঃ শুভ মিয়া, ভারোত্তোলনে- মো: রাহিম, টেবিল টেনিসে-খই খই সাই মার্মা ও আবুল হাসেম হাসিব, উশুতে- সাদিয়া আফরিন রতি ও মোঃ বাবলা ইসলাম শামিম এবং টেনিসে-মোছা: সুবর্ণা খাতুন ও কাব্য গায়েন।অনুষ্ঠানে বিকেএসপির সাবেক কয়েকজন লিজেন্ড খেলোয়াড়, কোচ, শিক্ষক ও কর্মচারীগণকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেএসপির প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিকেএসপির সকল পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।